ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সেন্ট প্ল্যাসিডস স্কুলে বিজ্ঞান মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, সেপ্টেম্বর ২৪, ২০২৫
সেন্ট প্ল্যাসিডস স্কুলে বিজ্ঞান মেলা

চট্টগ্রাম: সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজে এবারও দুই দিনের বার্ষিক বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে।  

বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি'র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারাহ জাহান, বিশেষ অতিথি ছিলেন সেন্ট স্কলাসটিকাস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রিক্তা ক্রিস্টিনা গোমেজ আরএনডিএম এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য বৃজেট ডায়েস।

স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি। এছাড়াও আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ক্লাবের আহ্বায়ক ইন্দ্রানী পাঠক, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুমন চক্রবর্তী ও ক্রিস্টাবেল শার্লিন গোনছালভেছ।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান চর্চা অত্যাবশ্যক। এছাড়াও তিনি এসপিএসসি এর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।  

সভাপতি তার বক্তব্যে বিজ্ঞান, সংস্কৃতি ও চিত্রকলার সমন্বয়ে ছাত্রদের গড়ে তোলার তাগিদ দেন।  

এ মেলায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।