ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেরিটাইম দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, সেপ্টেম্বর ২৫, ২০২৫
মেরিটাইম দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রামে ...

চট্টগ্রাম: জাতিসংঘ স্বীকৃত 'বিশ্ব মেরিটাইম দিবস ২০২৫' উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বর্ণাঢ্য র‍্যালি বের করেছে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, Our Ocean, Our Obligation, Our Opportunity,

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

র‍্যালিতে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন, সিনিয়র মেরিনার ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান, নবীন মেরিনার, শিপিং কোম্পানির প্রতিনিধিরা।

অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে মেরিটাইম শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতিতে মেরিটাইম শিল্পের অবদান, বিশেষ করে মেরিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এটি ছিল দেশের 'ব্লু ইকোনমি' এবং টেকসই সমুদ্র পরিবহন ব্যবস্থার প্রতি সম্মান জানানোর একটি প্রয়াস।

র‍্যালি শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াৎ হোসেন বলেন,  আমাদের মেরিনারেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সামুদ্রিক খাত আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, যা বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য পরিবহন করে, এবং আমাদের দেশের মেরিনারেরা সেই বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি।

তিনি বলেন, বর্তমানে শিপিং, জাহাজ নির্মাণ, শিপ রিসাইকেলিং ইয়ার্ড এবং আন্তর্জাতিক জাহাজে আমাদের নাবিকদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক খাত বছরে প্রায় ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। নাবিকদের ভিসা সমস্যা সমাধান, জাহাজ কেনার জন্য অর্থায়ন ও কর ব্যবস্থার উন্নয়ন এবং জাহাজ নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের নীতি প্রবর্তনের মাধ্যমে আমরা এই আয় বছরে ৭ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারি।

ক্যাপ্টেন হাবিবুর বলেন, এই ধরনের আয়োজন কেবল সচেতনতা বৃদ্ধিই করে না, বরং আমাদের মেরিটাইম কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম, এবং আমরা আশা করি সরকার এই খাতের উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেবে।

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) কনভেনশন কার্যকর হওয়ার ২০তম বার্ষিকী উপলক্ষে ১৯৭৮ সালে সর্বপ্রথম বিশ্ব মেরিটাইম দিবস পালিত হয়। এরপর হতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি পালিত হয়ে আসছে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।