ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে অটাম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, সেপ্টেম্বর ২৫, ২০২৫
সিআইইউতে অটাম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন  ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অটাম সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

 

উপাচার্য নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বলেন, তোমাদের স্বপ্ন ও সম্ভাবনার যাত্রা আজ শুরু হলো। আমাদের দায়িত্ব হচ্ছে এই যাত্রায় তোমাদের সবরকম সহায়তা করা, যেন তোমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হয়ে গড়ে উঠতে পারো।

সিআইইউ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি চিন্তার প্ল্যাটফর্ম। এখানে শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, নৈতিকতা এবং মানবিক গুণাবলিও গড়ে তোলা হয়।

ওয়াসিয়াতুল মারিফা ইফতির সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা করেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ভারপ্রাপ্ত ডিন ড. রুবেল সেন গুপ্ত, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সহকারী ডিন সার্মেন রড্রিকস, স্কুল অব ল এর ভারপ্রাপ্ত ডিন রামিসা জাহান, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী প্রমুখ।  

বক্তারা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু মানেই একটি নতুন যাত্রা, যেখানে কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, প্রয়োজন নেতৃত্বগুণ, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ। এসময় শিক্ষার্থীদের দক্ষ, যোগাযোগ সক্ষম ও ভবিষ্যতমুখী হতে পরামর্শ দেন তারা।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।