চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শুভ ওই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।
চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম বাংলানিউজকে জানান, পুকুরে শুভ’র লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করছি, পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এমআর/টিসি