ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা সিআরবি ফ্রান্সিস রোডের মুখ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪টি টিপ ছোরাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো, দেলোয়ার হোসেন (২৪), আব্দুল মালেক ওরফে মানিক (২৩), আলী আকবর ওরফে আলী (২৬), নুরুল ইসলাম রুবেল (৩০), মাহমুদ উল্লাহ (৩২), মনির হোসেন (২০) ও বেলাল হোসেন (১৭)।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, আসামিরা নগরের বিআরটিসি, সিআরবি, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। এ আরও ৪ থেকে ৫ জন আসামি দৌঁড়ে পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।