ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ভ্যান উল্টে কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আনোয়ারায় ভ্যান উল্টে কিশোর নিহত

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় ভ্যান উল্টে মোহাম্মদ একরাম হোসেন (১৫) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার লামা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ একরাম হোসেন একই উপজেলার পশ্চিম ঝিওরী এলাকার মোহাম্মদ মুছার ছেলে। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তো একরাম।

স্কুল বন্ধ থাকায় অস্থায়ী ভিত্তিতে সে ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিল।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, দুপুর ১টার দিকে একরামকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫  ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
পিডি/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।