ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জিয়া ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, অক্টোবর ১৭, ২০২৫
চট্টগ্রামে জিয়া ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম (সিজেকেএস) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সহযোগিতায় আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এতে চারটি দল অংশ নেবে, যেখানে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড়রা নেতৃত্ব দেবেন।

আয়োজকদের মতে, তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা খুঁজে বের করা এবং ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। ধারাবাহিকভাবে সারাদেশে এ ধরনের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাদের।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবের রহমান শামীম। এতে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ভিপি হারুনুর রশীদ হারুন, আবুল হাশেম বক্কর, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মন্জুর আলম চৌধুরী মন্জু, জয়নাল আবেদীন জিয়া, মোহাম্মদ মহসিন, মো. সালাউদ্দীন, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউল আলম স্বপন, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বিপ্লব দে পার্থ, মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ শাহজাহান, হাসান জসিম, কামরুদ্দিন সবুজ, নুর হোসেন উজ্জল ও নুর জাহেদ বাবলু প্রমুখ।

চট্টগ্রাম বিভাগীয় আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে খেলাগুলোর সূচি ও আনুষ্ঠানিক উদ্বোধনের বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।