চট্টগ্রাম: মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রীনা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুত্রবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া মিয়াপাড়া গ্রামের হুমাযুনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, রীনা আক্তারের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীরকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিই/পিডি/টিসি