ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে: আমীর খসরু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে: আমীর খসরু  আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নগরের মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের কুশল বিনিময়কালে তিনি এ কথা বলেন।

খসরু আরও বলেন, এই বাংলাদেশ যেন কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্টও যেন করতে না পারে। অন্য কোনো শক্তিও যেন না পারে।

সকাল থেকে মেহেদীবাগ বাসায় আয়োজন করা হয় মেজবানের। এতে পরোটা, মেজবানি মাংস, খাসি, জর্দাসহ নানা পদের খাবারের আয়োজন ছিলে। সেখানে অংশ নেন হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনতা। একসময় মেহেদীবাগ ও আশেপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে যায়।

নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে জানিয়ে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকদিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে। কবে তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

এ সময় কুশল বিনিময় করতে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানসহ কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতারা।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমআই/টিসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।