ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কেইপিজেডে পাহাড় ধসে প্রাণ গেল ২ শিশুর, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, মে ১, ২০২৫
কেইপিজেডে পাহাড় ধসে প্রাণ গেল ২ শিশুর, আহত ২ ...

চট্টগ্রাম: আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও দুই শিশু।

বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০টায় পুরাতন ইটের টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে রোহান (১২), ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১২)।

আহত অবস্থায় মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) ও আবুল কাশেমের ছেলে সিফাতকে (১২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার রাতে বৃষ্টির পর বৃহস্পতিবার সকালে পাহাড়ধস হয়। এসময় পাহাড়ের পাশের মাঠে বন্ধুরা মিলে খেলছিল। পাহাড় ধসে মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়।  স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রোহান ও মিসবাহকে মৃত ঘোষণা করেন।  

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে ৪ জনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা নিরীক্ষার পর দু’জনকে মৃত ঘোষণা করা হয়। আহত দু’জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, খেলতে গিয়ে পাহাড় ধসে হতাহতের ঘটনা দুঃখজনক।  এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে অবাধে চলাচল বন্ধ করা দরকার।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।