চট্টগ্রাম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) শুক্রবার বিকেলে কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য এস এম মামুন মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য হাজী মো. ওসমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সদস্য সালেহ জহুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর মেম্বার, সোলাইমান দোভাষী, আব্দুল কাদের সুজন, আবু তৈয়ব কন্ডাক্টর, ইদ্রিস হায়দার,কাজী মঈন উদ্দীন টিপু, আবু তাহের, মো. সালাউদ্দিন, সেলিম খাঁন, মামুনুর রশীদ, মো. ফারুক, জাহিদুল ইসলাম শামিম, তৈয়বুল আলম আংকুর, মনির উদ্দিন, শাখাওয়াত হোসেন মিশু প্রমুখ।
দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীর শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোসহ দলের সব প্রয়াত নেতা–কর্মীর রুহের মাগফিরাতের জন্যও দোয়া করা হয়।
পিডি/টিসি