চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (সিইউডিসি) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘চাকসু নির্বাচনী বিতর্ক-২৫’ শেষ হয়েছে। ৩৬ বছর পর অনুষ্ঠিতব্য চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ভিপি-জিএস-এজিএস পদপ্রার্থীরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ব্যবসা অনুষদ প্রাঙ্গণে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থীদের বিতর্কের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
শেষদিন বিতর্কে অংশগ্রহণ করেন ইব্রাহীম হোসেন রনি, সাজ্জাদ হোসেন হৃদয়, মাহফুজুর রহমান, আবির বিন জাবেদ, ধ্রুব বড়ুয়া, তামজিদ উদ্দিন, হাবিবুর রহমান ও কেফায়েত উল্লাহ।
এর আগে গত ২ অক্টোবর ‘চাকসু নির্বাচনী বিতর্ক-২৫’ শুরু হয়। প্রথমদিন যোগাযোগ ও আবাসন বিষয়ক পদপ্রার্থীদের মধ্যে বিতর্কে অংশ নেন ইসহাক ভূঁঞা, সায়েম উদ্দিন আহমদ, আশিকুর রহমান, মো. জুবাইর, জাফরিন সুলতানা, কংকন বড়ুয়া, মোশরেফুল হক ও এম এ মেহরাব হোসেন।
৪ অক্টোবর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদপ্রার্থীদের বিতর্কে অংশ নেন আব্দুল্লাহ আল মাহাথির, মোনায়েম শরিফ, নিত্যানন্দ কুমার, মেহেরুননেসা খানম, মুরাদ হোসেন, রবিউল হাসান শাফি ও সাব্বির জাকারিয়া শাওন।
৫ অক্টোবর যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থীদের বিতর্ক অংশগ্রহণ করেন, সাজ্জাদ হোসন মুন্না, সুলতানুল আরেফিন, জশদ জাকির, সাখাওয়াত হোসেন শিপন, আইয়ুবুর রহমান তৌফিক, রাকিবুল ইসলাম, রোমান রহমান ও পলাশ দে।
৬ অক্টোবর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিতর্কের চতুর্থ পর্ব। এতে অংশ নেন সাঈদ বিন হাবিব, শাফায়েত হোসেন, আব্দুর রহমান, সাকিব মাহমুদ রুমি, চৌধুরী তাসনিম জাহান, সাজ্জাদ হোসেন, সুদর্শন চাকমা ও শাহরিয়ার উল্ল্যাহ।
সিইউডিসির আহ্বায়ক নোমান ইবনে মোসলেহ উদ্দীন বলেন, ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং প্রার্থীদের ভিশন ও কর্মপরিকল্পনা শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের সুযোগ সৃষ্টি করতেই এই আয়োজন করা হয়। নানান সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সফলভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। এর জন্য কৃতজ্ঞতা সবার কাছে।
এমএ/টিসি