ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্ষতিপূরণের আশ্বাসে ৬ ঘণ্টা পর হেফাজতের অবরোধ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, অক্টোবর ৮, ২০২৫
ক্ষতিপূরণের আশ্বাসে ৬ ঘণ্টা পর হেফাজতের অবরোধ প্রত্যাহার ...

চট্টগ্রাম: ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাটহাজারী থানায় দুই পক্ষের বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

 

জানা গেছে, বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে নিতহের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকের বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বাংলানিউজকে জানান, দুই পক্ষের সমঝোতায় বৈঠক শেষে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

এর আগে সকালে সড়ক অবরোধ করেন হেফাজতের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গাড়িচাপায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর (৫০) মৃত্যুর ঘটনায় এ অবরোধ করেন তারা।  

সোহেল চৌধুরী রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার মুহতামিম ছিলেন। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবদুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।