চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এক ছাত্রীকে হয়রানির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ।
আহত শিক্ষার্থীর নাম রবিউল হাসান শান্ত। তিনি বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রী কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে অবস্থান করছিলেন। এসময় রবিউল ও তার কয়েকজন সহযোগী মোটরসাইকেলযোগে এসে ছাত্রীকে হয়রানির চেষ্টা করেন। এসময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, রবিউল ও তার কয়েকজন বন্ধু ওই ছাত্রীকে কয়েক সপ্তাহ ধরে হয়রানি করে আসছিলেন। তবে রবিউলের দাবি, তিনি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সেখানে উপস্থিত কয়েকজন তাকে আক্রমণ করেন, তার নাক ও মুখে আঘাত করেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, সমাজতত্ত্ব বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বাংলা বিভাগের এক শিক্ষার্থী উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। এতে একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। উভয়পক্ষকেই প্রক্টর অফিসে ডাকা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএ/টিসি