ঘটনার দিন শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত গভীর রাতে স্থানীয় থানায় মামলাটি করেন বিট কর্মকর্তা গোলাম মোস্তফা।
তবে মামলায় কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, পাহাড় ধসে তিনজন নিহত হওয়ার ঘটনায় ছয়জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
তবে তিনি আসামিদের নাম বলতে পারেননি।
অন্যদিকে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়া থানার সহকারী পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি আসামিদের নাম কিংবা মামলার বিবরণ সম্পর্কে জানাতে পারেননি।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পাহাড় কাটার সময় একাংশ ধসে তিনজন নিহত হন।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাকিব (১০) শ্রমিক আমির আলী (৩৭) ও মো. দিদার (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমির আলী ও দিদার পাহাড় কাটছিলেন। এ সময় উপর থেকে পাহাড়ের একটা অংশ ধসে নিচে পড়ে যায়। এতে আমির, দিদার ও পাশে থাকা শিশু সাকিব তাতে চাপা পড়ে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
টিএইচ/টিসি