ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রকাশ্যে চাপাতি নিয়ে হত্যাচেষ্টা, পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
প্রকাশ্যে চাপাতি নিয়ে হত্যাচেষ্টা, পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার সুজন দাশ

চট্টগ্রাম: নগর পুলিশের তৎপরতায় হত্যাকাণ্ড থেকে রক্ষা পেয়েছে এক পরিবার। একইসঙ্গে পুলিশ রুখে দিয়েছে একটি আত্মহত্যার প্রচেষ্টাও।

রূদ্ধশ্বাস এক ঘণ্টার অভিযানে ওই পরিবারকে উদ্ধার করা হয়।  

এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে হত্যার উদ্দেশ্যে এসে আত্মহত্যার চেষ্টাকারী সুজন দাশকে (৪২)।

তার কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি চাপাতি।  

শনিবার (৭ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানাধীন পূর্ব গোসাইলডাঙ্গা প্রগতি শিপিং লাইন্স কার্যালয়ের পেছনে মিনু ম্যানশনে এ ঘটনা ঘটে।

সুজন দাশ হাটহাজারী থানাধীন পূর্ব মেখল আলীপুর গ্রামের সাধন মেম্বার বাড়ির মৃত সাধন দাশের ছেলে।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, ১৩ বছর আগে সুজনের বিয়ে হয় সুতৃষ্ণা দাশের সাথে। এই ঘরে তাদের দুই সন্তান রয়েছে। তারা আসকার দীঘি এলাকায় থাকেন। সম্প্রতি সুজন আরেক মেয়ের সঙ্গে পরকিয়া করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা পড়ে যান। বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা হতো। সর্বশেষ তিনদিন আগে এ বিষয়ে তুমুল ঝগড়া হলে সুতৃষ্ণা পূর্ব গোসাইলডাঙ্গায় মিনু ম্যানশনে বাবার বাসায় চলে আসেন।  

‘সুজন বারবার স্ত্রীকে তার বাসায় ফিরে যেতে বললেও সুতৃষ্ণা বাবার বাসা ছেড়ে যেতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়েই সুতৃষ্ণা ও তার বাবা-মাকে হত্যা করার পরিকল্পনা করে সুজন। পরিকল্পনা অনুযায়ী নতুন দুইটি চাপাতি কেনে। শনিবার রাতে চাপাতি নিয়ে মিনু ম্যানশনের ৫ম তলায় ওঠার সময় তাকে দেখে ফেলেন সুতৃষ্ণা। তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। সুজন প্রথমে দরজা ধাক্কা দেয়। কিন্তু ভেতর থেকে দরজা না খোলায় এলোপাতাড়ি দরজায় কোপাতে থাকে। এতে দরজা কিছুটা নড়বড়ে হলে ভেতরে আলনা, টেবিল, সোফা দিয়ে দরজা আটকে রাখেন সুতৃষ্ণা ও তার পরিবার। এসময় সেখান থেকে থানায় ফোন করলে রাত সোয়া ১১টায় পুলিশ যায় ঘটনাস্থলে। কিন্তু পুলিশকে দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সুজন। এসময় চাপাতি নিয়ে পুলিশের দিকেও তেড়ে আসে’।

ওসি জানান, একপর্যায়ে নিজের গলায় চাপাতি ধরে সুজন। পুলিশ চলে না গেলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকিও দেয়। অবশেষে এক ঘণ্টার প্রচেষ্টায় বিভিন্ন কৌশলে সুজনকে নিবৃত্ত করে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে নতুন কেনা দুটি চাপাতিও উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজনের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা, হত্যাপ্রচেষ্টা ও হুমকি প্রদর্শনের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।