ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
নীলফামারীতে বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ কির্ত্তনীয়াপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

নীলফামারী: নীলফামারীতে কির্ত্তনীয়াপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগ উঠেছে।  

নিয়োগের পাঁচটি পদগুলো হচ্ছে- অফিস সহকারী কাম হিসাব সহকারী (একজন), কম্পিউটার ল‍্যাব অপারেটর (একজন), অফিস সহায়ক (একজন), নিরাপত্তাকর্মী (একজন), আয়া (একজন)।

এসব পরীক্ষা গোপনে অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় নিজ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা কাগজে-কলমে থাকলেও গোপনে স্থানীদের চোখ ফাঁকি দিয়ে অন্য বিদ্যালয়ে বিধিবহির্ভূতভাবে পরীক্ষা কেন্দ্র বানিয়ে দ্রুত নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এ সময় ভুয়া পরীক্ষা কেন্দ্র থেকেও সটকে পড়েন নিয়োগ বোর্ডে সভাপতি, প্রধান শিক্ষকসহ কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে ডিজির প্রতিনিধি নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফী বলেন, আমি কোনো বক্তব্য দেব না, ওই স্কুলে গিয়ে খোঁজ নিন।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী শাহরিয়ার বলেন, অন্য বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র করে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। তবে নিয়োগ পরীক্ষাটি গোপনে নেওয়া হয়েছে বলে শুনেছি।

বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজ বলেন, বিষয়টি নিয়ে আমি কিছু বলবো না।
 
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান নিয়োগ পরীক্ষার অনিয়মের বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, গোপনে নিয়োগ পরীক্ষার বিষয়টি আমিও শুনেছি। তবে পরীক্ষাটি কখন কোথায় হবে এ বিষয়ে আমাকে কোনো কিছু জানাইনি নিয়োগ কমিটি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।