ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ২০২২ সালের ২৫ ও ২৬ নভেম্বর সারা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় ২৫৪ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

কেজি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর ১ নম্বরের একটি রেস্টুরেন্টে এ ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ২৭ জন ‘এ’ গ্রেড, ৩৬ জন ‘বি’ গ্রেড, ৪৮ জন ‘সি’ গ্রেড এবং সাধারণ গ্রেডে ১১৯ জন সহ মোট ২৫৪ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শারফুল ইসলাম আকন্দ। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি ড. মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর অঞ্চলের সভাপতি রওশন আরা সিদ্দীকি, সহ-সভাপতি কাজী সাইফুল আকবর, রজব আলী ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।