ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছে না থাকার সিদ্ধান্তে অনড় জবি শিক্ষকরা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
গুচ্ছে না থাকার সিদ্ধান্তে অনড় জবি শিক্ষকরা 

জবি: ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরক্ষায় না থাকার সিদ্ধান্তে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।  

বৃহস্পতিবার (২ মার্চ) এ বিষয়ে দুপুরের দিকে সাধারণ সভা করেছেন শিক্ষকরা।

সেখানে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান।

লুৎফর রহমান বলেন, আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকবো না। এক সপ্তাহের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এ বিষয়ে উপাচার্য মহোদয়কে জানিয়েছি। আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে।

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সভা শেষে আগামী মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বলে জানিয়েছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে এতে আপত্তি জানায় জবি শিক্ষক সমিতি। তবে এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।  

এদিকে, গুচ্ছের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই সভা হবে বলে জানানো হয়েছে।  

গত ২০ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ পরিকল্পনা হয়েছে।  

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়নে মার্চের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় আয়োজক কমিটি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।