ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবি নীলদলের সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক মোমিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
জবি নীলদলের সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক মোমিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশ) নতুন কমিটি ২০২৩ গঠন করা হয়েছে।  

এতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমিন উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এদিন দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহজাহান।  

এ সময় উপস্থিত ছিলেন নীলদের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকরা। পরবর্তীতে বিদায়ী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।