ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

বাচ্চাদের হাসিখুশি রাখতে ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
বাচ্চাদের হাসিখুশি রাখতে ৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী 

পঞ্চগড়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, লেখাপড়ার মান বাড়াতে ও বাচ্চাদের হাসিখুশি রাখতে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। দ্রুত নতুন কারিকুলামে প্রাথমিকের পড়াশোনা শুরু হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনগুলো ঠিক করে এক শিফটে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি। এদিকে করোনার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে ‘গজিয়ে ওঠা’ মাদরাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের টেনে নিয়েছে। অনেক অভিভাবক কর্মব্যস্ততায় সন্তানকে একা রাখতে না পারায় করোনার সময় মাদরাসায় দিয়েছেন। আর দুপুরের খাবার দেখে অনেকেই আকৃষ্ট হচ্ছে। সব দিক বিবেচনা করে আমাদের সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর ব্যবস্থা হচ্ছে। বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি। আশা করি, নতুন কারিকুলামে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের টানতে পারব।

এর আগে প্রতিমন্ত্রী তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত মুজিব কর্নার ও শেখ রাসেল কর্নারসহ বিদ্যালয়ে থাকা উপজেলা রিসোর্স সেন্টারসহ সব ক্লাসরুম ঘুরে দেখেন।  

এদিকে প্রতিমন্ত্রীর কাছে বিদ্যালয়ে একটি বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করে দেওয়ার দাবি জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা।

এসময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান মতিসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।