ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

শিক্ষা

পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকের বেতন-ভাতার বার্তা দিলো মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকের বেতন-ভাতার বার্তা দিলো মন্ত্রণালয় ফাইল ফটো

ঢাকা: বেসরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষক, প্রভাষকদের জোরপূর্বক পদত্যাগ, হেনস্থা ও বেতন ভাতার বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবে সভাপতিত্বে ১৭ জানুয়ারি জুম লিংকের মাধ্যমে সব জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে।

চিঠিতে, উল্লিখিত সিদ্ধান্তের আলোকে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার পরিবর্তনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কিছু শিক্ষক-কর্মকতাদের বিরুদ্ধে দলীয় সম্পৃক্ততার কারণে পদত্যাগে বাধ্য করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।