ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সর্বোচ্চ ভোট সাদিকের, দ্বিতীয় উমামা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, সেপ্টেম্বর ১০, ২০২৫
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সর্বোচ্চ ভোট সাদিকের, দ্বিতীয় উমামা

ডাকসু নির্বাচনে ভূতত্ত্ব বিভাগ ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।

এই হলে ডাকসুর ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন ১ হাজার ২৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৪৮৫ ভোট এবং ছাত্রদলের আবিদুল ইসলাম ৪২৩ ভোট পেয়েছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট।

ভূতত্ত্ব বিভাগ ভোটকেন্দ্রে ডাকসুর জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ পেয়েছেন ৯৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন ৫০৭ ভোট।

এ ছাড়া আরাফাত চৌধুরী ৪৯৮ ভোট; ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম ৪০২ ভোট ও বৈষম্যবিরোধী শিক্ষার্থী জোটের আবু বাকের মজুমদার পেয়েছেন ২১৬ ভোট।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।