ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

সেই সানজিদা বললেন, ‘আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, সেপ্টেম্বর ১০, ২০২৫
সেই সানজিদা বললেন, ‘আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব’ ছবি: সানজিদা আহমেদ তন্বির ফেসবুক থেকে নেওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বি। ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে অধ্যায়নরত সানজিদা।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) তার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ভোটারদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ...নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। “গবেষণা ও প্রকাশনা সম্পাদক” পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি। আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন। ’

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সকালে এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ফলাফল অনুযায়ী, সানজিদা ভোট পেয়েছেন ১১ হাজার ৭৭৮।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।