জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণার আওতাভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ‘বই বিতরণ উৎসব-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ ফজলুর রহমান পর্বত, সঞ্চালনা করেন- স্কুলের প্রধান শিক্ষক মো. মনির হোসেন।
পোগোজ স্কুল অ্যান্ড কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আওতাভুক্ত করে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
আরএম