ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবি’র পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
জবি’র পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণার আওতাভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ‘বই বিতরণ উৎসব-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের সূচনা করেন।

এরপর স্কুলটির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আলহাজ ফজলুর রহমান পর্বত, সঞ্চালনা করেন- স্কুলের প্রধান শিক্ষক মো. মনির হোসেন।

পোগোজ স্কুল অ্যান্ড কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আওতাভুক্ত করে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।