ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৫ দফা দাবিতে রাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
৫ দফা দাবিতে রাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি ৫ দফা দাবিতে রাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি-ছবি: বাংলানিউজ

বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাবি: বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের দফতরে এ স্মারকলিপি দেন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিসমূহ হলো-বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ছাত্র-শিক্ষকের সম্পর্ক উন্নয়নে পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন করতে হবে, ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ও বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের প্রতিনিধি দলে ছিলেন-পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মিনহাজুল আবেদিন, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিটন দাস, ভাষা বিভাগের শিক্ষার্থী সুমন মোড়ল, একই বিভাগের নাজনীন নাহার ও উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী দেলোয়ার সবুজ প্রমুখ।

একই দাবিতে ২৪ ডিসেম্বর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।

উপাচার্য উপস্থিত না থাকায় উপ-উপাচার্য স্মারকলিপি গ্রহণ করেন। তিনি শিক্ষার্থীদের দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বাংলানিউজকে বলেন, আমি শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছি। রাকসুসহ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের ব্যাপারে আমরা আন্তরিক। কিন্তু বিষয়গুলো বাস্তবায়নে দীর্ঘ সময়ের দরকার। ছাত্র-শিক্ষক সবাই আন্তরিক হলে আমরা এগুলো বাস্তবায়ন করার ব্যাপারে আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।