ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে শেকৃবি’তে মঙ্গল শোভাযাত্রা

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
বর্ণাঢ্য আয়োজনে শেকৃবি’তে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা

ঢাকা: বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে। 

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে প্রশাসন।
 
শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

বাদ্যযন্ত্রের তালে তালে চলতে থাকে শোভাযাত্রা। ছিল পালকি, ঘোড়ার গাড়ি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এসময় তাদের হাতে শোভা পাচ্ছিলো হরেক রঙের মুখোশ ও প্রাণীর ছবি।

নববর্ষকে বরণ করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আম্রকাননে বসছে আবহমানকালের মেলা।  

এদিকে, নতুন বছরে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো সেজেছে অপরুপ আল্পনায়। চৈত্র সংক্রান্তির রাত থেকে শুরু হওয়া আল্পনা আঁকা শেষ হয়েছে পহেলা বৈশাখের ভোরে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।