ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে উচ্চ মাধ্যমিকে বৃত্তি পেলো ৫৬৩ শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বরিশালে উচ্চ মাধ্যমিকে বৃত্তি পেলো ৫৬৩ শিক্ষার্থী

বরিশাল: বরিশাল বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৫৬৩ শিক্ষার্থী।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য জানান, ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মেধাবৃত্তি পেয়েছে ১৮ শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৫৪৫ জন।

সাধারণ বৃত্তি পাওয়া ৫৪৫ জনের মধ্যে ২৭২ জন ছেলে এবং ২৭৩ জন মেয়ে।

যাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৭৩ জন, ব্যবসায় শিক্ষায় ১৩৭ জন ও মানবিকে ১৩৬ জন রয়েছে।

অপরদিকে মেধাবৃত্তির মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ জন, ব্যবসায় শিক্ষায় ৫ জন ও মানবিকে ৪ জন রয়েছে।

বোর্ডসূত্রে জানা যায়, যারা মেডিকেল কলেজে অধ্যয়নরত তারা সর্বোচ্চ পাঁচ বছর ও এর বাইরে অন্যরা চার এবং শুধু ডিগ্রি পাশ কোর্সে অধ্যায়নরতরা তিন বছর ধরে বৃত্তির অর্থ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএস/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।