ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়িতে ১২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
খাগড়াছড়িতে ১২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হচ্ছে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হল রুমে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ স্বর্গীয় কৃষ্ণ মোহন ত্রিপুরার স্মরণে এ বৃত্তি দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীলা তালুকদারের সভাপতিত্বে বৃত্তি দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণ মোহন ত্রিপুরার সহধর্মীনী বিনা রাণী ত্রিপুরাত, ছেলে ডিএমপি’র উত্তর বিভাগের জেলা প্রশাসক (ডিসি) বিধান ত্রিপুরা, মেয়ে শিক্ষিকা আল্পনা ত্রিপুরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।