ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি জাপান স্টাডি সেন্টার হবে জাপানোলজি বিভাগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ঢাবি জাপান স্টাডি সেন্টার হবে জাপানোলজি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারকে নতুন শিক্ষাবর্ষে জাপানোলজি বিভাগে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপাচার্য বাংলানিউজকে এ তথ্য জানান।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান।

জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে পরিচালিত জাপান স্টাডি সেন্টার ‘জাপানোলজি বিভাগ’ বা জাপানবিদ্যা নামে নতুন একটি বিভাগ চালু করা হবে।

জাপানিজ স্টাডি সেন্টারের পরিচালক অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত বাংলানিউজকে বলেন, সেন্টার থেকে বিভাগে উন্নীত হওয়ার জন্য কতগুলো প্রক্রিয়া রয়েছে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রিপোর্ট তৈরি করছে। তারপর বিভাগ চালু হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।