ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা সম্পন্ন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, মে ২, ২০১৭
শাবিপ্রবিতে ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা সম্পন্ন শাবিপ্রবিতে ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগে ফিল্ড ওয়ার্ক বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। এখন আগামী রোববার (০৭ মে) থেকে দুই মাসব্যাপী এ ফিল্ড ওয়ার্ক শুরু হবে।

মঙ্গলবার (০২ মে) সকাল ১১টার দিকে একাডেমিক বিল্ডিং ‘ডি’র একটি কক্ষে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক ড. তুলসি কুমার দাস, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক ড. নিয়াজ আহমদ, অধ্যাপক মোহাম্মাদ মোয়াজ্জেম হোসাইন প্রমুখ।

এছাড়া সরকারি-বেসরকারি ১৩টি সংস্থার মধ্যে সিলেট অফিসের প্রতিনিধিরা এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জানান, সমাজকর্মের শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি সমাজের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পান।

এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ০২, ২০১৭
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।