ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ডিগ্রির সর্বশেষ রিলিজ স্লিপের ভর্তির আবেদন বুধবার থেকে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, মে ২, ২০১৭
ডিগ্রির সর্বশেষ রিলিজ স্লিপের ভর্তির আবেদন বুধবার থেকে

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে বুধবার (০৪ মে) থেকে। আবেদন চলবে ওই দিন বিকেল ৪টা থেকে ১১ মে রাত ১২টা পর্যন্ত।

মঙ্গলবার (০২ মে) বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য ‍জানানো হয়।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যে সব প্রার্থী ক) কোনো মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি।

খ) ভর্তি বাতিল করেছে, সে সব প্রার্থীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

এছাড়া নতুন করে, কোনো শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারবে না। এ সংক্রান্ত  বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ