ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

এবারও ছাত্রীরা এগিয়ে বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৬, মে ৪, ২০১৭
এবারও ছাত্রীরা এগিয়ে বরিশালে

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হার ৭৭ দশমিক ২৪। গড় পাশের হারে এবং জিপিএ ফাইভের ক্ষেত্রে এবারও ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে।
 

ছাত্রীদের পাশের হার ৭৯ দশমিক ৮২ ও ছাত্রদের পাশের হার ৭৪ দশমিক ৭৩।

এছাড়াও ছাত্রীরা ১ হাজার ২৫৫ টি জিপিএ-৫ পেয়েছে, যার থেকে ছাত্ররা ২২২ টি জিপিএ-৫ কম পেয়েছে।

ছাত্রদের মোট জিপিএ-৫ ১ হাজার ৩৩টি।

তবে বিষয় ভিত্তিতে পাশের হারে শুধু মানবিকে এগিয়ে রয়েছে ছাত্রীরা। গত বছরও ছাত্রীরা জিপিএ-৫ ও পাশের হারে বরিশাল বোর্ডে এগিয়ে ছিলো।

বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বুধবার বেলা পৌনে ১১টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক।

বরিশালে এবার ১ হাজার ৪১৪ টি স্কুল থেকে ৯৩ হাজার ৬৭৬ পরীক্ষার্থী ১ শত ৪৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

জেলা ভিত্তিক পাশের হারে ঝালকাঠি জেলা ৮২ দশমিক ৭৮ ভাগ পাশের হার নিয়ে প্রথম
অবস্থানে রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হার ৭৭ দশমিক ২৪। গেল বছরের তুলনায় ২ দশমিক ১৭ ভাগ কমেছে পাশের হার।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম বলেন, এবছর গণিতে পরীক্ষার্থীরা তুলনামূলক খারাপ করেছে। গণিত শিক্ষক অপ্রতুল হওয়ায় এমনটা হতে পারে। পাশাপাশি মফস্বলে সায়েন্স শিক্ষকের ঘাটতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ৪, ২০১৭
এমএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।