ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভিন্ন উপায়ে সবার আগে এসএসসি ফলাফল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
ভিন্ন উপায়ে সবার আগে এসএসসি ফলাফল ভিন্ন উপায়ে সবার আগে এসএসসি ফলাফল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এমনিতেই শিক্ষার্থী ও অভিভাবকদের বুকের মাঝে ধুকপুকুনি বেড়েই চলছে। তা আরো বেড়ে যায় যখন শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) বিগড়ে বসে।

এ দৃশ্য প্রতিবছরের। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ওয়েবসাইটটির সার্ভার ডাউন বা লোডিং সমস্যার কারণে তীব্র ভোগান্তিতে পড়তে হয় ফলপ্রত্যাশীদের।

দুপুর ২টা থেকে ফলাফল মিললেও তা দেখতে অনেকের সন্ধ্যা পেরোয়। এ ঝামেলা থেকে মুক্তি পেতে চলুন জেনে নেওয়া যাক ভিন্ন নিয়ম।

পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের আরেক সরকারি ওয়েবসাইট eboardresults.com/app/stud। ওয়েবসাইটটিতে প্রথমে এক্সামিনেশন, ইয়ার, বোর্ড সিলেক্ট করতে হবে। রেজাল্ট টাইপ অপশনে একক ফলাফল জানতে Individual Result আর প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে Institutional Result সিলেক্ট করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সবশেষে সিকিউরিটি কি দিয়ে সহজেই পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাবে।

এছাড়াও প্রায় বেশিরভাগ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেই স্ব স্ব বোর্ডের ফলাফল জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
আরএএ/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।