ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাফল্যের ধারা ধরে রেখেছে ময়মনসিংহের স্কুলগুলো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
সাফল্যের ধারা ধরে রেখেছে ময়মনসিংহের স্কুলগুলো ময়মনসিংহে এসএসসি উত্তীর্ণদের উচ্ছ্বাস। ছবি: অনিক খান

ময়মনসিংহ: এস.এস.সি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা ধরে রেখেছে শিক্ষা নগরী ময়মনসিংহের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহে গার্লস ক্যাডেট কলেজ এবারো ভাল ফলাফল করেছে।  

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এ স্কুলগুলোতে ছিল উচ্ছ্বাস। ছিল মিষ্টি বিতরণের ধুম।

কাঙ্খিত ফলাফল অর্জনের পর অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ে আনন্দাশ্রু।  

এমন অসাধারণ কৃতিত্বে এ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝেও বইছে আনন্দের বন্যা।

ময়মনসিংহ জিলা স্কুলের ২৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ২২৩ শিক্ষার্থী। পাসের হার শতভাগ।  

প্রতিবারের মত এবারো ভাল করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। তারা নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জনই জিপিএ-৫ পেয়েছে। তাদের ফলাফলে শিক্ষক ও শিক্ষার্থীরা খুশি।  

বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয় ৩১২ ছাত্রী। পাস করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৬৯ জন।  

ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বরাবরের মতো এবারো শতভাগ পাস করেছে। এ স্কুলে ১৬৬ জন পরীক্ষার্থীর মাঝে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন।  

ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল স্কুল থেকে ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৪৩ জন।

প্রগেসিভ মডেল স্কুল থেকে ২৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩৮ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের  হার ৯৮ দশমিক ৬৭। জিপিএ ৫ পেয়েছে ১২৩ জন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ৪, ২০১৭ 
এমএএএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।