ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জিপিএ-৫ এর দিক থেকে শীর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা স্কুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
জিপিএ-৫ এর দিক থেকে শীর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা স্কুল জিপিএ-৫ এর দিক থেকে শীর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা স্কুল-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর দিক থেকে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে স্কুল প্রাঙ্গণে সব শিক্ষার্থীদের উপস্থিতে ফলাফল ঘোষণা করা হয়।

এ বছর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে পাস করেছে ২৯৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৭৬ জন, বাণিজ্য বিভাগ থেকে দু’জনসহ মোট ৭৮ জন জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির গড় পাসের হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।