ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে স্থাপন করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, মে ৬, ২০১৭
ঢাবিতে স্থাপন করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য   ঢাবির ‘৭ মার্চ ভবন’এ স্থাপন করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল সংলগ্ন ‘৭ মার্চ ভবন’-এ স্থাপন করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।

শনিবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস প্রাঙ্গণে নির্মাণাধীন ভাস্কর্যটি পরিদর্শন করেন।

ভাস্কর্যটির নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপাচার্য।

যথাসময়ে কাজটি সম্পন্ন করে ভবনে স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি।

পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, রোকেয়া হলের প্রভোস্ট ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীন, চারুকলা ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসকেবি/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।