ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল জাবিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টায় দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুরান কলা ভবনের সামনে গিয়ে শেষ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান নাদিম বলেন, বিভাগ উন্নয়নের দায় যেমন শিক্ষকদের না তেমনি শিক্ষার্থীদেরও না।

রাষ্ট্রের টাকা দিয়ে বিভাগ উন্নয়ন করতে হবে। গত বছরেও আমরা বিভাগ উন্নয়ন ফি নিয়ে আন্দোলন করেছি। সে সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছিল রাষ্ট্রের কাছ থেকে অর্থ এনে বিভাগ উন্নয়ন করবে। তাই এ বছরও বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আমাদের অবস্থান জানান দেওয়ার জন্য বিক্ষোভ মিছিল করেছি।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়মের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শাখা সভাপতি মাসুক হেলাল অনিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক (মার্কসবাদ) মাহাতির মোহাম্মদ প্রমুখ।

এসময় ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।