ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ব‌বির ‘খ’ ইউনিটে অংশগ্রহণ ৭৬.৩৪%, ‘গ’ ইউনিটে ৭৫.৮৮%

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
ব‌বির ‘খ’ ইউনিটে অংশগ্রহণ ৭৬.৩৪%, ‘গ’ ইউনিটে ৭৫.৮৮%

ব‌রিশাল: প্রথমবার ইলেকট্রনিক জ্যামার বসিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। 

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় এবং ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২২টি বিভাগে ১৩শ ৭৫টি আসনের বিপরীতে মোট ৩২ হাজার ২২১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

 

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৭৬ দশমিক ৩৪  শতাংশ এবং ‘গ’ ইউনিটে ভর্তি ৭৫ দশমিক ৮৮ শতাংশ।

পরীক্ষা চলাকালীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক এবং রূপালী ব্যাংকের পরিচালক ড. মো. হাসিবুর রশীদ, সিন্ডিকেট সদস্য বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, সিন্ডিকেট সদস্য বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রমুখ প‌রিদর্শন ক‌রেন।  

ভর্তি পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গতবছরের মতো এবারও একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম দায়িত্বরত ছিল।  

ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে প্রথমবারের মতো অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করে পরীক্ষার আয়োজন করা হয়।

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ নগরীর ৬টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ন‌ভেম্বর ২৪, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।