ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

৩৬তম বিসিএস থেকে ক্যাডার হলেন আরো ২০ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৬, জানুয়ারি ৪, ২০১৮
৩৬তম বিসিএস থেকে ক্যাডার হলেন আরো ২০ জন

ঢাকা: ৩৬তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তথ্য বিভ্রাট এবং প্রশাসনিক কারণে স্থগিত থাকা ২০ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) তাদের ফল প্রকাশ করে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে কমিশন।

বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য দুই হাজার ৩২৩ জনকে সুপারিশ করা হয়। সে সময় ২০ প্রার্থীর ফল স্থগিত রাখে কমিশন।

এদের মধ্যে প্রশাসন ক্যাডারে আটজন, শিক্ষা ক্যাডারে পাঁচ, পুলিশে তিন, স্বাস্থ্য ক্যাডারে দুই এবং কর ও তথ্যে একজন করে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।