ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

পিইসি পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে অনুপস্থিত

ইমতিয়াজ আহমেদ জিতু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
পিইসি পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে অনুপস্থিত রাকিব হোসেন সিয়ামের নম্বরপত্র (সংগৃহীত)

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়েও প্রকাশিত ফলাফলে অনুপস্থিত থাকার ঘটনা ঘটেছে। ফলে রাকিব হোসেন সিয়াম নামের এক পিইসি শিক্ষার্থীর উচ্চ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় তৈরি হয়েছে।

অনুপস্থিত ফলাফল আসা নোয়াগ্রাম সরকাির প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেওয়া রাকিব হোসেন সিয়ামের রুল নম্বর- ৭৫৮২।

সিয়ামের অভিভাবকরা গত কয়েকদিন ধরেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ধর্ণা দিচ্ছেন।

কর্তৃপক্ষ সংশোধন করে দেবেন বললেও বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সার্ভারে পূর্বের ন্যায় অনুপস্থিতির ফলাফল দেখা যায়।  

কর্তৃপক্ষের অনিয়ম ও গাফিলতির কারণে এ ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা।

সিয়ামের বাবা হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় গত কয়েকদিন ধরেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করছেন। কিন্তু এখনো সংশোধন করা যায়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভুল সংশোধনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২০১৮
ওএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।