ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আরিফুর রহমান রাশেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৯ নম্বর কক্ষে তিনি মারা যান।  

আরিফুর রহমান শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ছিলেন।

তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর গ্রামে।

শিক্ষার্থীরা জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠেন রাশেদ। এ সময় রুমের অন্য সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামে) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুইঁয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেন, এখন মৃত শিক্ষার্থী আরিফুর রহমান রাশেদকে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।