ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ঢাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূটি। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি থেকে বাতিল করতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান নেয়।  

এ সময় তারা ‘বাতিল হোক অধিভূক্ত, ঢাবি হোক বহিরাগতমুক্ত’, ‘দাবি মোদের একটাই, ঢাবির কোনো শাখা নাই’, ‘এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি’, ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’ এ সব স্লোগান দেয় ঢাবির আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ করছে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে রোববার (১৪ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি শেষে সোমবরা ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়।

রাতে শিক্ষার্থীদের এমন আন্দোলনকে ‘অবাঞ্ছনীয় ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। এরপর অনেকে আন্দোলন অব্যাহত রাখা যাবে না বলে ধারণা করেন।

এদিকে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক দাবি করে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নিজ নিজ কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।