ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

র‌্যাগিংয়ের শাস্তি বহাল রাখার দাবি জাফর ইকবালের

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
র‌্যাগিংয়ের শাস্তি বহাল রাখার দাবি জাফর ইকবালের ‘তড়িৎ প্রকৌশল উৎসব-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ড. জাফর ইকবাল

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃতদের শাস্তি বহাল রাখার দাবি জানিয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। 

শাস্তি বহাল রাখার পক্ষে মত দেওয়ার পাশাপাশি বহিষ্কৃতদের পক্ষে আন্দোলনকে কুৎসিত আন্দোলন বলেও মত দেন তিনি।

শুক্রবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘তড়িৎ প্রকৌশল উৎসব-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

সভাপতিত্ব করেন আইআইসিটির পরিচালক অধ্যাপক শহীদুর রহমান।

ড. জাফর ইকবাল বলেন, ওই ছাত্রদের শিক্ষক হিসেবে আমি লজ্জিত। দোষ স্বীকার করে ওদের ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তারা আন্দোলন করা শুরু করেছে। তাদের দ্বারা শিক্ষকদের হেনস্থার ঘটনা শুনে আমি খুবই লজ্জিত।

এ ধরনের কুৎসিত আন্দোলনের বিরুদ্ধে অনড় থাকলে র‌্যাগিংয়ের মতো অপরাধ কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।  

উৎসবের প্রথম দিন সাইবার গেম, ইলেকট্রনিক্স অলিম্পিয়াড, ফিল্ম প্রদর্শনী, রোবিকস কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার ২০টি বিশ্ববিদ্যালয় থেকে চার শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।  

এছাড়া শনিবার অটোনোমাস রোবোটিক চ্যালেঞ্জ, রোবো কমবেট এবং মহাবিস্ফোরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।