ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে ২ দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
সৈয়দপুরে ২ দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা শুরু হয়েছে।

বুধবার (৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ স্লোগানকে সামনে রেখে সৈয়দপুরে উপজেলা শিক্ষা অফিস এ মেলার আয়োজন করেছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার, ইত্তেহাদুল মুসলেমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি সাকির হোসেন বাদল, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি এম ওমর ফারুক, গোলাহাট রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুল, সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান বিপু প্রমুখ।

দুই দিনব্যাপী মেলায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে মানসম্মত ও যুগোপযোগী প্রাথমিক শিক্ষাদানের নানা রকম উপকরণ প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।