ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৩৬তম বিসিএসের নন-ক্যাডারে আরও ৯৮৫ জনের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
৩৬তম বিসিএসের নন-ক্যাডারে আরও ৯৮৫ জনের তালিকা প্রকাশ

ঢাকা: ৩৬তম বিসিএসের নন-ক্যাডারে (দ্বিতীয় শ্রেণিতে) আরও ৯৮৫ জনকে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মার্চ) দ্বিতীয় শ্রেণিতে নিয়োগের সুপারিশ পাওয়া আবেদনকারীদের তালিকা প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

জানা যায়, ৩৬তম বিসিএসের ক্যাডার পদে নিয়োগ পাননি এমন ২ হাজার ৫৬০ জন নন-ক্যাডারে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পদের জন্য আবেদন করেন।

তাদের আবেদনের ভিত্তিতে এ ফল প্রকাশ করা হয়।

এ তালিকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ৭৪ জন শিক্ষক, ভৌত বিজ্ঞানে ৮৫ জন, ব্যবসায় শিক্ষায় ৯৬ জন শিক্ষককে সুপারিশ করা হয়।  

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদফতরের জেলার ৪৪ জন, মহিলা ডেপুটি জেলার ২৩ জন, খাদ্য অধিদফতরে খাদ্য পরিদর্শক ১২০ জন ও এনবিআরের কর পরিদর্শক পদে ৪৬ জন রয়েছেন।

গত সপ্তাহে, নন-ক্যাডার প্রথম শ্রেণি পদের জন্য ২৮৪ জনের তালিকা প্রকাশ করা হয়।

ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।