ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে ৪তলা বিশিষ্ট নয়া ভবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে ৪তলা বিশিষ্ট নয়া ভবন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন। এতে করে নিরসন হলো দীর্ঘদিন ধরে লেগে থাকা শ্রেণিকক্ষ সংকটসহ নানা সমস্যা।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এ ভবনের উদ্বোধন করেন।

প্রকৌশলী মাহবুব আলম জানান, পৌনে তিন কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ কাজটি বাস্তবায়ন করছে।

কলেজের শিক্ষক সেলিম মিয়া জানান, লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজটি থাকায় অনেক দরিদ্র পরিবারের সন্তানেরা সহজেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে পারছে। এ কলেজটি না থাকলে হবিগঞ্জ শহরে গিয়ে অনেকের পক্ষেই লেখাপড়া করা সম্ভব হতো না। দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ সংকটে ভুগছিল তারা। ভবনটি নির্মিত হওয়ায় যুক্ত হলো ১২টি শ্রেণিকক্ষ। এছাড়া অন্য কক্ষগুলো কলেজের বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করা হবে।

কলেজের একাদশ শেণির শিক্ষার্থী শারমিন আক্তার জানান, এ ভবনটি নির্মাণ হওয়ায় ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এতে তারা অত্যন্ত আনন্দিত।

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির বলেন, হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ বিগত নয় বছরে হবিগঞ্জ-লাখাইয়ে ২২টি নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়নের মাধ্যমে হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান, কলেজের অধ্যক্ষ দীন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।