ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশালে বন্ধ করা হয়েছে ৩ কোচিং সেন্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
বরিশালে বন্ধ করা হয়েছে ৩ কোচিং সেন্টার বরিশালে অভিযানে তিনটি কোচিং সেন্টার বন্ধ

বরিশাল: বরিশালে নগরে অভিযান চালিয়ে তিনটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন।

রোববার (০১ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরের নতুন বাজার ও বগুরা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান বাংলানিউজকে জানান, আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গত ২৯ মার্চ (রোববার) থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।

এরপরও বরিশালে অনেকস্থানে কোচিং চলছে। গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ফেইথ, স্টুডেন্ট ও শিখন কোচিং সেন্টার বন্ধ করা হয়। কোচিং সেন্টার কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখবে এই মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।