ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থী সোয়া ১৪ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থী সোয়া ১৪ হাজার

কক্সবাজার: ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় কক্সবাজার জেলা থেকে ১৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

সোমবার (০২ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এইচএসসি, আলিম এবং ভোকেশনাল পরীক্ষা জেলার ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহনের জন্য জেলার ৩০টি কেন্দ্রে নিয়োজিত থাকবে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

জেলা প্রশাসকের (ডিসি) শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, কক্সবাজারে এইচএসসির ১৪ কেন্দ্রে ১০ হাজার ৯০৪ জন, আলিমের ৮ কেন্দ্রে ২ হাজার ২৮৪ জন, এবং ভোকেশনালের ৮ কেন্দ্রে ১ হাজার ৬৮ জন পরীক্ষার্থী রয়েছে।

এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী কক্সবাজার সরকারি কলেজ কেন্দ্রে ২ হাজার ২৫৪ জন, কক্সবাজার সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৯০ জন, রামু কলেজে ৬১৭ জন, ঈদগাঁও ফরিদ আহমদ কলেজে ৩৭৫ জন, চকরিয়া কলেজে ১ হাজার ১০১ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজে ৬০১ জন, কুতুবদিয়া কলেজে ৬২২ জন, মহেশখালী কলেজে ৬৯৬ জন, উখিয়া কলেজে ৫৯০ জন, টেকনাফ এজাহার বালিকা কেন্দ্রে ৩৫৬ জন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে ৩৭৯ জন, ডুলহাজারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯৪ জন, চকরিয়া আবাসিক মহিলা কলেজে ৭৩৩ জন, মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজে ৬৯৬ জন।

এদিকে আলিমের ৮ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ২২৮৪ জন। এর মধ্যে ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় ৪৬৯ জন, আদর্শ মহিলা কামিল কেন্দ্রে ৩৪৭ জন, চকরিয়া আনোয়ারুর উলুম মাদ্রাসা কেন্দ্রে ৫০০ জন, পুটিবিলা মাদ্রাসা কেন্দ্রে ১৮১ জন, টেকনাফ রঙ্গিখালী মাদ্রাসা কেন্দ্রে ১৬৬ জন, পেকুয়া আনোয়ারুল মাদ্রাসা কেন্দ্রে ২৪৭ জন, কুতুবদিয়া বড়ঘোপ মাদ্রাসা কেন্দ্রে ৯৯ জন, উখিয়ারাজা পালং ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৭৫ জন।

এছাড়াও কারিগরি ও ভোকেশনাল পরীক্ষার ৮ কেন্দ্রে জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১০৬৮ জন। কারিগরিতে পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট কেন্দ্রে ১০৬ জন, কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে ১৬১ জন, মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ৭১ জন, রামু ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৬০ জন, উখিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ১১২ জন, উখিয়া নুরুল ইসলাম চৌং বিএম কলেজে ১১০ জন, কুতুবদিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজে ৬৫ জন, কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১৮৩ জন।

কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি কমিশনার ভুমিকে প্রতিদিন শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।