ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনার্স পরীক্ষা

গাইবান্ধায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
গাইবান্ধায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ফাইনাল পরীক্ষায় স্মার্ট ফোন ব্যবহার ও নকল করার দায়ে গাইবান্ধা সরকারি কলেজের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (০৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে দুইজন বিজ্ঞান বিভাগ, একজন ব্যবস্থাপনা ও অপরজন দর্শন বিভাগ থেকে অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিল।


 
গাইবান্ধা মহিলা কলেজ কেন্দ্রের ইনচার্জ ও অধ্যক্ষ ড. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আমরা চার পরীক্ষার্থীকে পরীক্ষার সময় স্মার্ট ফোন ব্যবহার ও নকল করার দায়ে বহিষ্কার করেছি। বহিষ্কারের বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।